|
---|
হুগলি: রোজের অনিয়মিত ট্রেন ঘিরে নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের বিক্ষোভ হাওড়া-তারকেশ্বর লাইনের নসিবপুরে। প্রায় ২ ঘণ্টা ধরে বন্ধ থাকে রেল চলাচল।
জানা গিয়েছে, শুক্রবার ভোরের পরপর দুটি ট্রেন বাতিল করা হয়। এরপরই সকাল ছ’টা নাগাদ রেললাইনে নেমে বিক্ষোভে শামিল হন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে আরপিএফ ও সিঙ্গুর থানার পুলিশ। তাঁদের সামনেও চলছে বিক্ষোভ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে বিক্ষোভ। নসিবপুর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ।
এক বিক্ষোভকারী বলেন “কোনও কারণ নেই হঠাৎ করে ট্রেন বাতিল। আজও সকালে পরপর দুটো ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আমরা ট্রেনে করে কলকাতায় সবজি, ফুল নিয়ে যাই। কিন্তু একের পর এক ট্রেন বাতিল হয়। ফলে অধিকাংশ দিনই সবজি নষ্ট হয়ে যায়। ব্যবসায় প্রবল ক্ষতি হচ্ছে।”