মালদা জেলা কংগ্রেসের ডাকে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হলো প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি

নিজেস্ব প্রতিনিধি, ১৯ আগস্টঃ সোমবার মালদা জেলা কংগ্রেসের ডাকে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হলো প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি । কালিয়াচক-২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ও ডেপুটেশন প্রদান করা হয় বিডিও নিকট । প্রতিশ্রুতির পর ও মোথাবাড়িতে কলেজ তৈরি হয়নি । কলেজের দাবি, বিধবা ও বার্ধক্য ভাতা দুই হাজার টাকা করা, অসহায় ও সম্বলহীনদের জন্য নতুন প্রকল্প চালু , স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন সহ ১৩ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। কালিয়াচক-২ ব্লক কংগ্রেসের সভাপতি দুলাল শেখের নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানু হোসেন, প্রদীপ ঘোষ, প্রফুল্ল ঘোষ,, কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ শেখ সহ অনেকে ।সংশ্লিষ্ট ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং জানিয়েছেন,’ কিছু দাবি-দাওয়া সম্বলিত একটি কপি জমা পড়েছে। আমরা খতিয়ে দেখে যা রুপায়ন সম্ভব তা রূপায়িত হবে । তিনি আরো বলেন, সরকারী বিভিন্ন প্রকল্প রূপায়িত হচ্ছে স্বচ্ছ ভাবে । তবে প্রশাসন মানুষের সার্বিক উন্নয়ন ও পরিসেবা নিয়ে কাজে সচেষ্ট ।