|
---|
নিজস্ব সংবাদদাতা: গত বৃহস্পতিবার তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার কান্ডে গ্রেফতার করে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয় । সেখানে থেকে আদালত ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়ায় কোলকাতা নিজাম প্লেসে সিবিআই দপ্তরে রাখা হয়।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে সেই অভিযোগ তুলে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে প্রতিটি ব্লক স্তরে বিক্ষোভ মিছিল ও পথসভা করার দলীয় নির্দেশ দেন।সেই অনুয়ায়ী গতকাল রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার প্রতি টি ব্লক এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।অনুরূপ ভাবে শনিবার ও অঞ্চল ভিত্তিক তৃনমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
খয়রাসোল ব্লক এলাকায় বড়রা অঞ্চলের বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, ব্লক নেতৃত্ব সেখ জয়নাল, সেখ দীপু, সাক্ষী দাস।খয়রাসোল অঞ্চলে মিছিলের অগ্রভাগে ছিলেন সপ্তম গোপ, প্রদীপ মন্ডল,নিতাই ঠাকুর,অঞ্চল প্রধান অর্চনা দাস। লোকপুর অঞ্চলে ছিলেন অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা। হজরতপুর অঞ্চলে উপস্থিত ছিলেন প্রলয় ঘোষ,নির্মল পাল, দীপ্তি লাহা, ফুলমণি রুইদাস।পাঁচড়া অঞ্চলে বিক্ষোভ মিছিল পথ সভায় উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজত মুখার্জী,সৌগত ওরফে সন্তু মুখার্জী ।পাশাপাশি এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় এজেন্সি গুলো নিরপেক্ষ তদন্ত করুক, সেই সাথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতাদের ও তদন্তের দাবি তোলা হয়।