|
---|
নিজস্ব প্রতিবেদক:- দীর্ঘদিন ধরে এসএসসি (SSC) ও টেট (Tet Scam) দুর্নীতি নিয়ে আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার এসএসসি (SSC) নিয়োগের দুর্নীতির প্রতিবাদে কুলপি থানার (Kulpi Thana) করঞ্জলী এলাকায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম (CPIM) দলের কর্মী সমর্থকরা। মিছিলের পরে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কুশপুতুল (effigy) দাহ করা হয় এদিন। ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপরে এই প্রতিবাদ মিছিল হয়েছিল। প্রতিবাদীদের দাবি শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, তার সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের কেও ধরুক তদন্তকারী সংস্থা।SSC দুর্নীতিকাণ্ডের প্রতিবাদে গতকাল হাজরা মোড়ে বিজেপির (BJP) বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার হয়। কর্মসূচি শুরুর আগেই সুকান্ত মজুমদারকে রীতিমতো হাইজ্যাক করে পুলিশ তুলে নিয়ে যায় বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বিজেপির দাবি, সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)-সহ ৩০ জন নেতা, কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, হাজরা মোড়ে বিক্ষোভস্থলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় কলকাতা পুলিশের কর্মীদের। এদিকে, অভিষেকের থেকে চাকরির আশ্বাস পাওয়ার পরও ধর্মতলায় অব্যাহত এসএসসি চাকরি প্রার্থীদের ধর্না। নিয়োগপত্র পেলেই উঠবে ধর্না, জানালেন আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহর। SSC’র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ’র যুক্তি-তক্কো অনুষ্ঠানে চাকরিপ্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন আন্দোলনকারী শহীদুল্লাহ্। তারপরই কুণাল ঘোষের মাধ্যমে, তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক। শুক্রবার আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।৫০২ দিন। দেড় বছরের কাছাকাছি। এতগুলো দিন ধরে, খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহীন এই তরুণ-তরুণীরা। গ্রীষ্মের ঠা ঠা রোদ্দুর হোক, হাড় কাঁপানো শীত, কিংবা এখন বর্ষা। আন্দোলনকারীদের দিন কাটছে এভাবেই। ব্যক্তিগত জীবনে বয়ে গেছে কত ঝড়। কিন্তু, এরা নড়েননি। চাকরি না পাওয়ার যন্ত্রণা, এদের নড়তে দেয়নি। মঙ্গলবার এবিপি আনন্দর যুক্তি-তক্কো অনুষ্ঠানে এসে, সেই যন্ত্রণা, সেই দুর্দশার কথাই তুলে ধরেন, আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্।