|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ শিলিগুড়ির ফুলবাড়ি মার্কেট থেকে বিজেপী এক বিশাল ধিক্কার মিছিল বের করে। মিছিলের নেতৃত্বে ছিলেন শিখা চ্যাটার্জী এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিখা চ্যাটার্জী এদিন জানান তৃণমূল কংগ্রেস একেবারে এতটাই নীচে নেমে গেছে যে মানুষের বিশ্বাস হারিয়ে ফেলছে। মানুষ প্রায় 500দিন না খেয়ে শীত এবং গরমে অনশন করছে আর তৃণমূল টাকা ব্যাঙ্কে টাকা ভরছে। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি,এবংওনার যদি সত্যি সত্যি বাংলার মানুষের প্রতি মায়া থাকে তবে তিনি পদত্যাগ করুন। তৃণমূল কংগ্রেস মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে।আমরা দাবী করছি প্রতিটি জেলায় বঞ্চিত চাকুরী প্রার্থীদের চাকরি দিতে হবে। মুখ্যমন্ত্রী এদিকে প্রকল্প চালু করছেন অন্যদিকে চাকরির আশায় শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে দিন কাটাচ্ছে। বিজেপী এদিন মিছিল করে ফুলবাড়ি বাজার এবং সুপার মার্কেট প্রদক্ষিন করে। বিজেপীর ধিক্কার মিছিলে এদিন অংশ নেন বিজেপী মন্ডল কমিটির সভাপতিও।