|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: দিন দিন অস্বাভাবিক ভাবে বাড়ছে পেট্রোপণ্যের দাম। পেট্রোল, ডিজেল থেকে গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছে।এদিকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৈকালে অভিনব ভাবে প্রতিবাদ জানালেন একতারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা। যেখানে ছিলেন জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত,জেলা পরিষদ এর সদস্য মুজিবর রহমান মোল্লা,একতারা অঞ্চলের প্রধান মৌসুমী হালদার,একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার,অঞ্চল যুব সভাপতি ভাস্কর ঘোষ,অঞ্চল উপপ্রধান সম্ভুনাথ,রুনা জানা,সাবিরুদ্দিন পুরকাইত, সহ অন্যান্য তৃণমূল নেতা এবং তৃণমূল নেতৃত্বরা। এদিন একতারা অঞ্চলের মধ্যে থেকে প্রত্যেক গ্রাম থেকে প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। যা গোটা একতারা অঞ্চল পরিক্রমা করে ঘটকপুর বাস স্ট্যান্ডে পর্যন্ত যায়,ঐ স্থানে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ এর সদস্য মুজিবর রহমান মোল্লা বলেন মা মাটি মানুষের ১১বছর পূর্তি উপলক্ষে এই পথ সভা। এবং যেভাবে পেট্রোপণ্যের দাম দিন দিন বাড়ছে ও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে,তারই প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচি হয়। শুধুমাত্র পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নয় তার সঙ্গে প্রত্যেক নিত্য প্রয়োজনীয় জিনিসের ও মূল্যবৃদ্ধির কারণে এই পথ সভা।এই প্রতিবাদ সভা সমগ্র পরিচালনা করেন একতারা অঞ্চলের সভাপতি ফেলুরাম হালদার,তিনি বলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে এই কর্মসূচি। উক্ত প্রতিবাদ সভা থেকে ২০২৪ সালে বিজেপিকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী করার ডাক দিলেন। জেলা পরিষদ এর সদস্যা তন্দ্রা পুরকাইত বামেদের কে একহাত নিয়ে বলেন যারা বাম ছিল তারা এখন রাম। দিদির ক্ষমতায় আসার আগে এরাই সান্ত্র সমাজ কে অশান্ত করে রেখেছিল। মা মাটি মানুষের সরকার এখন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে,বিজেপি দাঙ্গাবাজ সরকার কে রুখতে, দিদির পাশে থাকার জন্য আহ্বান করেন।