কেন্দ্রীয় সরকারের অর্থনীতিক বঞ্চনার বিরুদ্ধে মগরাহাট পূর্ব ও পশ্চিম ও সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে সংগ্রাম পুরে প্রতিবাদ সভা

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- কেন্দ্রীয় সরকারের অর্থনীতিক বঞ্চনা ও বিরোধীদের লাগাতার কুৎসা,অপপ্রচার ও অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে বাংলায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, মগরাহাট পূর্ব ও পশ্চিম বিধান সভা ও সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে সংগ্রাম পুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা,রাজ্যের গ্রহন্তকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী,রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী দিলীপ মণ্ডল,ব্যারাকপুর বিধান সভার বিধায়ক রাজ চক্রবর্তী,ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা,মন্দির বাজার বিধান সভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, বিধায়ীকা নমিতা সাহা,সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি বাপি হালদার, কূল্পী বিধায়ক যগরঞ্জন হালদার, রায়দীঘি বিধায়ক ডাক্তার অলোক জলদাতা, আবুল কাসেম রসুলি সহ জেলা ও ব্লকের আরণ অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ। এই প্রতিবাদ সভা থেকে একাধিক নেতৃত্ব রা আই,এস, এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে সুর চড়ালেন।