|
---|
বাইজিদ মণ্ডল কুল্পি:- পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে,পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও বিধায়ক যোগরঞ্জন হালদারের ব্যাবস্থাপনায় এবং যুব সভাপতি শামসুর আলম মির এর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মনোহরপুর এ এলাকার শিশু শিক্ষায় এগিয়ে নিয়ে আসতে এখানে এক আইসিডিএস স্কুলের ও শুভ উদ্বোধন করেন। এইদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুল্পি বিধানসভার বিধায়ক যগরঞ্জন হালদার, কুল্পি বিডিও সৌরভ গুপ্ত, কুল্পি ব্লক তৃণমূলের সভাপতি সুপ্রিয় হালদার, কুল্পি ব্লক তৃণমূলের যুব সভাপতি শামসুর আলম মির,পূর্ত কর্মাধ্যাক্ষ গৌড়হরি হালদার,নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র,রজত সেনগুপ্ত সহ আরো অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ।এখানে কয়েক হাজার যুবক ও মহিলা এই প্রতিবাদ সভায় যোগদান করেন।এদিন বিধায়ক যোগরঞ্জন হালদার জনান কেন্দ্রের বিজেপি সরকার মানুষের শোষণ করে চলেছে।বাড়ির টাকা এবং একশো দিনের কাজ টাকা বন্ধ করে রাজ্য সরকারকে বঞ্চিত করছে।তার পাশাপাশি প্রতিনিয়ত দেশের মানুষের শোষণ করে চলেছে বিজেপি সরকার।রান্নার গাসের দাম বৃদ্ধি,পেট্রোল,ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে।আর তারই বিরোধিতা করলে কেন্দ্র সংস্থা ইডি সিবিআই লাগিয়ে প্রতিবাদ দমন করার চেষ্টা করে চলেছে। আজ তারই প্রতিবাদে কুল্পী রামকিশোর অঞ্চলে কাঠরা মনোহর পুরে এক পার্শ্ববর্তী মাঠে প্রতিবাদ সভা করা হল।