স্কুল খোলার দাবীতে পথেই ক্লাস করে অবরোধ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গেও

মহিউদ্দীন আহমেদ, বীরভূম: স্কুল কলেজ খোলার দাবীতে পথে নামলো বাম ছাত্র সংগঠন। রবিবার, সাপ্তাহিক ছুটির দিনে বীরভূমের সিউড়ীতে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই পথে বসে আন্দোলন করে। সেখানে প্রতীকি ক্লাস চালু করে। স্কুল খোলার দাবীতে তারা আন্দোলন করে। পরে পথ অবরোধও করে। এরপর পুলিশ বাহিনী অবরোধ তুলতে এলে বাম ছাত্র সংগঠনের সঙ্গে তাদের বচসা শুরু হয়। পুলিশ জোড় করে অবরোধ তুলতে গেলে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।

    কোরনা আবহের জেরে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ। দশম শ্রেনী থেকে স্কুল চালু হলেও ফের কোরনা আবহে তা বন্ধ হয়ে যায়। এদিকে রাজ্যের বিভিন্ন মহল থেকে স্কুল খোলার দাবী ওঠে। একাধিক জায়গায় অভিভাবকদের একাংশ স্কুল খোলার জন্য প্রকাশ্যে সরবও হয়। এবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই স্কুল খোলার জন্য আন্দোলন শুরু করে। তারা রাস্তার প্রতীকি ক্লাস চালু করে। পরে পথ অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে এলে ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। এদিন সিউড়ী বাসস্ট্যান্ড নেতাজী মূর্তির কাছে ছাত্র সংগঠনের পতাকা ও প্লাকার্ড নিয়েই আন্দোলনে বসে পড়ে ছাত্র-ছাত্রীরা।

    কোরনা আবহের জেরে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনো একরকম বন্ধ। অনলাইনে পড়াশুনোর ব্যাবস্হা করা হলেও তাতে অনেক ছাত্র-ছাত্রী অংশ গ্রহনও করেন না বলে জানান শিক্ষকরাই। এখন সাধারন অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী ও শিক্ষক মহলও চাইছেন স্কুল থোলা হোক।