নয়া শিক্ষা আইন বাতিল সহ একাধিক দাবি নিয়ে পথে সাধারণ মানুষ

শিলিগুড়ি: নয়া শিক্ষা আইন বাতিল ও অনলাইনে পঠনপাঠন বদলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেন করা সহ একাধিক দাবি নিয়ে আজ পথে নামল শিক্ষক নাট‍্যকর্মী থেকে সাধারণ মানুষ। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি নামক সংস্থা শিশুদের ভবিষ্যৎ ও শিক্ষা নিয়ে আজ পথে নামে। সরকার শিক্ষা নিয়ে নয়া আইন চালু করতে চলেছে যে, স্কুলে না গিয়ে পঠন-পাঠন এবং শিক্ষামূলক সমস্ত পরীক্ষা সব অনলাইনের মধ‍্য দিয়ে হবে। এই আইনের বিরুদ্ধে রুখে দারিয়েছেন সকল শিক্ষক-শিক্ষিকা থেকে নাট্য কর্মীরা। আজ কোর্ট মোড়ের প্রধান ডাকঘরের সামনে অবস্থানে বসেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সকল সদস‍্য-সদস্যারা।

    সংগঠনের সভাপতি তথা শিলিগুড়ি কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ অসিত বরণ মন্ডল বলেন, “এই বিল পাস হলে শিক্ষার বারোটা বেজে যাবে। করোনার জন্যে ঘরে বসে পড়াশোনা চালিয়ে গেছে ছাত্র-ছাত্রীরা ঠিক আছে কিন্তু এটা দীর্ঘমেয়াদী হতে পারে না। তাই গোটা ভারতের পাশাপাশি এখানেও এই অবস্থান চলছে। দেখা যাক আমাদের আন্দোলন কতটা শিক্ষা দিতে পারে এই সরকারকে।”