মেদিনীপুরের ১৭নং ওয়ার্ডে পানীয় জলের সমস্যার প্রতিবাদে বিক্ষোভ কংগ্রেস কাউন্সিলরের

নিজস্ব সংবাদদাতা: মেলা খেলা মোচ্ছব হলেও ওয়ার্ডের বাসিন্দাদের পানীয় জলের সংকট নিয়ে মেদিনীপুরের পৌরসভার কোন হুঁশ নেই বলে জানালেন যুব কংগ্রেস নেতা মহম্মদ সাইফুল।

    জানা গেছে , মেদিনীপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে গত তিন বছর ধরে পানীয় জলের সমস্যা। সাবমার্সিবল বসানোর কিছুদিন পর থেকেই তা বিকল হয়ে ঘোলাটে জল বের হতে থাকে। প্রথমের দিকে বাসিন্দারা বিষয়টি মানিয়ে নিতে পারলেও পরবর্তীতে সমস্যা বৃহৎ আকারে দেখা যায়।এই বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ওয়ার্ডবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভার গেট অবরুদ্ধ করে সারাদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল কাউন্সিলর মহ: সাইফুলের নেতৃত্বে। ওই বিক্ষোভে এসে যোগ দেন ওই ২১ নং ওয়ার্ডের বাসিন্দা আরেক বর্ষীয়ান কাউন্সিলর গোপাল ভট্টাচার্য। এলাকার বিশিষ্ট জন ও প্রচুর সংখ্যক মহিলারা। বিক্ষোভ চলাকালীন আরও দুই কাউন্সিলর সৃজিতা বক্সী ও প্রশান্ত মান্ডি নাগরিকদের পরিস্রূত পানীয় জল থেকে বাঞ্ছনার প্রতিবাদে মহ: সাইফুলের ওই আন্দোলনে সামিল হোন। বিষয়টি নিয়ে নতুন কংগ্রেসের কাউন্সিলর মোঃ সাইফুল মেদিনীপুর পৌরসভা তে জানিয়েও ছিলেন বলে তিনি জানান। তারপরও পদক্ষেপ না নেওয়াতে মঙ্গলবার তিনটের পর মেদিনীপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের কাছে ছিল ঘোলা জলের পাত্র ও হাড়ি। কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল বলেন , স্বাধীনতার ৭৫ বছর পরেও মানুষ পান যোগ্য জল পাচ্ছে না এটা লজ্জাজনক ঘটনা। তিনি আরো বলেন, মেদিনীপুরের সব ওয়ার্ডে পাম্প বসলেও আমার ওয়ার্ড বঞ্চিত হচ্ছে। অসহায় মানুষগুলো পৌরসভাকে ট্যাক্স দিলেও তাদের পানযোগ্য জল পাচ্ছে না।

    ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন-” সাবমারসিবল গুলির সমস্যা হওয়ার কারণে এরকম ঘোলা জল বের হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেব।”মহ: সাইফুলের বক্তব্য প্রত্যেকটি শহরবাসিকে যতদিন না পৌরসভা পরিস্রূত পানীয় জল সরবরাহ করছে ততদিন তাদের আন্দোলন চলবে। এমনকি প্রযোজনে জন স্বার্থে পৌরপিতার বিরুদ্ধে মামলা করতে পিছপা হবো না।