|
---|
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ: আজ ৫ ই অক্টোবর ২০২০ সোমবার, সময় : দুপুর দু’টো থেকে ভগবানগোলায় মুর্শিদাবাদ জেলা শাখা ভগবানগোলা ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের আহবানে হাথরাস ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মিছিল ও পথসভা করা হয় এ সভায় মুর্শিদাবাদ জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব অপরাধের কঠোর থেকে কঠোর শাস্তি প্রাণদণ্ড দণ্ডিত করার জন্য কেন্দ্র সরকার তথা প্রশাসনের কাছে আর্জি জানান এবং আগামীতে যেন কেউ এমন দুষ্কর্মের সাহস না পায় এজন্য অগ্র ভূমিকা নেওয়ার দাবি জানান আজকের সভায় সংগঠনের ব্লক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম হাফেজ শরিফুজ্জামান মাওলানা এনামুল হক বিভিন্ন জমিয়ত নেতা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন এবং কেন্দ্র সরকার কে সতর্ক করে দেন ইংরেজরা অন্যায় সীমা অতিক্রম করেছিল তার আগে ভারত ছেড়ে যেতে হয়েছে আপনারা যদি সতর্ক না হন তাহলে একদিন ক্ষমতাচ্যুত হতে হবেই হবে সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক জমিয়তের মুলমুল কর্মীগণ।
আজকে তারা বিভিন্ন স্লোগান এর মাধ্যমে আজকের সভা শেষ করেন – হাথরাস সহ দেশের বিভিন্ন প্রান্তের ধর্ষকদের উপযুক্ত শাস্তি চাই।
হাথরাস ধর্ষন কাণ্ডে পুলিসের ভূমিকা চরম নিন্দনীয়, জাতি-ধর্ম-নির্বিশেষে সর্বোত্র মহিলাদের নিরাপত্তা চাই।
হাথরাস কান্ডের প্রকৃত তদন্ত করে অপরাধীদের ফাঁসি চাই, জঘন্য ধর্ষণের মতো অন্যায়ের বিরুদ্ধে আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে একজোট হই।