|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: দেশজুড়ে মূল্য বৃদ্ধি, বেকারত্ব ও সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ২৫ শে মে থেকে ৩১শে পর্যন্ত প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে এবং রাজ্যে নিয়োগ নিয়ে দূর্নীতির বিরুদ্ধে সিপিআইএম মহম্মদ বাজার এরিয়া কমিটির ডাকে রবিবার মহম্মদ বাজার গঞ্জ এলাকায় প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্যা মাধবী বাগ্দী সহ এরিয়া কমিটির অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ। অন্যদিকে গড়বেতায় লেনিন মূর্তি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে সিপিআইএম পার্টির পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে লেনিনের ফটো সহযোগে ধিক্কার মিছিল সংগঠিত হয় রবিবার।এদিন মিছিল বের হয় দুবরাজপুর ব্লকের চিনপাই, সিউড়ি ১ নম্বর ব্লকের কচুজোড়, এবং রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াসে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হয়। রামপুরহাটে ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির নেতা সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, নাজমুল হোদা প্রমুখ নেতৃত্ব।