|
---|
আজিম সেখ,নতুন গতি,রামপুরহাট:-
সারা দেশ জুড়ে নারী নির্যাতন, পরিযায়ী শ্রমিকদের অধিকার ও কৃষি বিল বাতিলের দাবিতে বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা শাখার উদ্যোগে রামপুরহাট শহরে প্রতিবাদ মিছিল। 150 ফুটের ভারতের জাতীয় পতাকা নিয়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল এই মিছিলে এদিন রামপুরহাট বগটুই মোড় থেকে শহর পরিক্রম করে পাচমাথা মোড়ে এই সভার সমাপ্তি ঘোষণা করেন।বাংলা সংস্কৃতি মঞ্চের কর্ণধার ডক্টর সমিরুলে ইসলাম জানান আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। আমরা চাই দেশের কালো দিনের নিপাত হোক। মানুষ একসাথে শান্তিতে বসবাস করুক। অন্যায়ের প্রতিবাদ হোক। ধর্ষণকারীদের সাজা হোক। দেশের কালা আইন বন্ধ হোক।
আরো বিভিন্ন দাবি নিয়ে এদিন পথসভা করেন।