|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গত ২৯ শে জানুয়ারি ২০২০ সালে কেন্দ্র সরকারের জনবিরোধী আইন এনআরসি বিরোধী আন্দোলনকারীদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে সালাউদ্দিন শেখ ও সাহেবনগর বিশ্বাসপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম আনারুল বিশ্বাসকে হত্যার প্রতিবাদে একটি বিশাল প্রতিবাদ ও স্মরণসভা করল ভারতীয় গণতান্ত্রিক নাগরিক মঞ্চ। শুক্রবার সাহেবনগর পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভা। সভা মঞ্চ থেকে চার দফা দাবি তুলে ধরেন নাগরিক মঞ্চের নেতৃত্ব, তারা জানান মৃত পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এনআরসি, এনপিআর, সিএএ আইন প্রত্যাহার করতে হবে।
অবিলম্বে কৃষক আইন বাতিল করতে হবে। এদিনের এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঞ্চে উপস্থিত ছিলেন, কলকাতা বন্দিমুক্তি কমিটির রাজ্য সাধারণ সম্পাদক ছোটন দাস, মুম্বাই হাইকোর্ট সর্বভারতীয় ল্যয়ার কাউন্সিল এক্সিকিউটিভ মেম্বার অ্যাডভোকেট সোরাব হোসেন, প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, এনআরসি, এনপিআর, সিএএ, বিরোধী আন্দোলনের নেতা মানিক ফকির, বহরমপুর বন্দিমুক্তি কমিটির রাজ্য সহ-সভাপতি তায়েদুল ইসলাম, মুর্শিদাবাদ এনআরসি বিরোধী সংহতি নেতা রাহুল চক্রবর্তী।