|
---|
নতুন গতি ওয়েব ডেস্কঃ ২০০১ সালের মমতা ব্যানার্জির ওপর সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারের প্রতিবাদে কেশপুরের ছুতারগেড়ে বাজারে তৃণমূল কংগ্রেসের বিশাল বিক্ষোভ সমাবেশ । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি, কেশপুরের রবিনহুড জেলা সাধারণ সম্পাদক মহম্মদ রফিক, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী , কেশপুর ব্লক যুব সভাপতি আসিফ ইকবাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি সেই সময়কার মমতা ব্যানার্জির কেশপুরের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তিনি আরো বলেন, বাংলাদ্রোহী হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। যে মীরজাফর বলছে মেদিনীপুরে ৩৫টা আসন পাবে তাকে বলছি ১০ টা আসন পেয়ে বিজেপিদের জামানত টা ঠিক রাখুক। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে ২০০টার বেশি আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে কারণ মমতা আছে মানুষের হৃদয়ে।
প্রসঙ্গত উল্লেখ্য ২০০১ সালের ৩রা জানুয়ারি কেশপুরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা করতে এসেছিলেন ।সভা থেকে ফিরে যাওয়ার পথে সিপিএমের হার্মাদ বাহিনি কেশপুরের নিকট মোসদা থেকে শুরু করে বসন চক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শতাধিক মিছিলের বাসে ভাঙচুর করে । শুধু তাই নয়, ছুতারগেড়ে বাজারে স্বয়ং মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে সিপিএমের হার্মাদ বাহিনী পাথর ছুঁড়ে পায়ে আঘাত করে। তারই প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। কেশপুরের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।