|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: বর্ষা পড়তেই গ্রামের রাস্তায় এক হাটু করে জল শুক্রবার রাস্তার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কালিয়াচক ২নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলার গ্রামবাসীরা। এই দিন কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আম্লিটোলা ও কুত্তু মন্ডল টোলা গ্রামের রাস্তার দাবিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে,মালদা মোথাবাড়ি রাজ্য সড়ক আটকে রেখে পথ অবরোধ করে।গ্রামবাসীদের অভিযোগ বারবার রাস্তার দাবি জানিয়ে কোন ফল হচ্ছে না। এর আগে একাধিকবার এই রাস্তার জন্য টাকা মঞ্জুর হলেও সেই টাকা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। বর্তমানে রাস্তা বর্ষা পড়তে যেন ছোট ছোট জলাশয়ে রূপ ধারণ করেছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেছে। আগামী দিনে এই রাস্তা তৈরি না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছে।