|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, তমলুক:কেন্দ্রের বিজেপি সরকারের চাপিয়ে দেওয়া এবং
শিক্ষার বুনিয়াদ ধ্বংসকারী ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ বাতিলের দাবিতে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও’ র তমলুক ইউনিটের পক্ষ থেকে তমলুকের কলাতলা বাজারে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ১ কোটি ছাত্র-শিক্ষক- অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ অভিযানের পক্ষে প্রচার সভা করে সংগঠনের সদস্যবৃন্দ। মিছিলও করে এলাকায়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি এস ও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুদর্শন মান্না, জেলা কমিটির সদস্য রাজকুমার মান্না ও সন্দীপ মাইতি, অভিষেক মান্না, বাপন দাস প্রমূখ। নেতৃত্বরা জানান আগামী দিনে তমলুক সহ এলাকার সর্বস্তরের ছাত্র-শিক্ষক অভিভাবকের স্বাক্ষর সংগ্রহ চলবে এবং তা নিয়ে রাষ্ট্রপতির কাছে এক কোটি মানুষের স্বাক্ষর জমা দেয়া হবে।