মব লিঞ্চিং এর প্রতিবাদে সােচ্চার নারকেল বাগান মোড় , উঠলাে তাবরেজের হত্যাকারীদের ফাঁসির

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর : দিকে দিকে চলছে মব লিঞ্চিং । দিকে দিকে বেড়ে চলছে গরুর নামে মানুষ হত্যা । দিন দিন এই মানব হত্যা বেড়েই চলেছে , এটা কি আদৌ মানব হত্যা নাকি মানবতা হত্যা ? প্রশ্নটা থেকেই যায় …

    পেহেলু খান , আখলাক , জুনায়েদ হত্যার পরে তাবরেজ ও মালদা জেলার সেনাউল হত্যা কে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় উঠেছে দোষীদের শাস্তির দাবী । দেশের বাইরে রাষ্ট্রসংঘে মব লিঞ্চিং এর কারনে মুখ পুড়েছে দেশের , প্রশ্নের মুখে পড়েছে ভারতের নিরপেক্ষতা । দেশ জুড়ে মব লিঞ্চিং এর বিরােধিতায় বাদ যায়নি এ রাজ্যও ।মব লিঞ্চিং এর বিরুদ্ধে ও মাদ্রাসাকে সন্ত্রাসের আখরা বলার প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির মিছিল বার করলাে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার নারকেল বাগান এলাকার মানুষ । সংখ্যায় হাজার হাজার মানুষ রাস্তায় নামলাে । মিছিলে উঠলাে ভারত বাঁচাও – ও তাবরেজের হত্যাকারীদের ফাঁসির স্লোগান ।

     

    তাহলে কি মানুষ সােচ্চার হচ্ছে ? মানুষের মানবতা ফিরে পাচ্ছে? সম্প্রীতির ভারত পুনরায় ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয়রা । ভারতীয়রা সচেতন হয়ে উঠার চেষ্টা করছে তারই জ্বলন্ত উদাহরণ হিসেবে প্রমাণ করল নারিকেল বাগান এলাকার মানুষ । মব । লিঞ্চিং এর বিরুদ্ধে সােচ্চার হয়ে প্রমাণ করলাে ভারতবর্ষে এখনাে সম্প্রীতির সমন্বয় অটুট রয়েছে ।