কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

    রাহুল রায়, নতুন গতি, বর্ধমানঃ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল থেকে নজরুল মঞ্চে। বেলা ১০ টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। নেতৃত্বে ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনা,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা,রাধানাথ ভট্টাচার্য,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিন্দম ব্যানার্জী,কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মন্ডল,কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র, জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,তুষার সামন্ত সহ কাটোয়া বিধানসভার নেতৃবৃন্দরা। এই অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস কর্মীরা ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মত। সাধারণ মানুষরা এই অবস্থান বিক্ষোভ উপস্থিত হয়েছিল।