|
---|
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনীতি করণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস । বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে । কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে এক বিশাল মিছিল বের করে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস ।
এদিন এই মিছিলে পায়ে পা মেলায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী ও সমর্থকদের পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ , তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী , যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায় , শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা । এদিন এই মিছিলটি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিন মিছিলে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান সম্পুর্নভাবে উদ্দেশ্যেপ্রনদিতভাবে তৃণমূলের উপরে প্রতিহিংসার রাজনীতি শুরু করা হয়েছে।বিজেপি এখন পিছন থেকে কলকাঠি নাড়ছে। বাংলা হাতছাড়া হয়ে গেছে,এই লজ্জায় বিজেপি এখন এই খেলাতে নেমেছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে ধিক্কার জানাবে।এই চক্রান্ত বাংলার মানুষ বুঝে ফেলেছে।তাই তৃণমূল কংগ্রেস এই প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে পথে নামবে।