কৃষকদের উপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিল ও পথসভা জলঙ্গীতে

ধিক্কার মিছিল ও পথসভা জলঙ্গীতে

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, জলঙ্গী: উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে শান্তিপূর্ণ ভাবে কৃষকরা আন্দোলন করছিল কিন্তু সেই কৃষকদের উপর বর্বরোচিত ভাবে বিজেপির এক মন্ত্রীর ছেলে সজোরে গাড়ি চালিয়ে দেয় যার ফলে মৃত্যু হয় ছয় জনের ও আহত হয় বেশ কয়েকজন কৃষক। যে কৃষকরা দেশের মানুষের মুখে অন্নদাতা হিসাবে খাবারের জোগান দেয়। আর তাদের উপর অমানবিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীর কঠোর বিচার চেয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ সভা, মিছিল, অবস্থান বিক্ষোভ করে চলেছে। আর তাই ৯ ই অক্টোবর মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বাজারে জলঙ্গী দক্ষিণ চক্রের তৃণমূল কংগ্রেসের ডাকে একটি ধিক্কার মিছিল ও পথসভা হয়।

    উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জলঙ্গী ব্লক সভাপতি রাকিবুল ইসলাম( রকি), জেলা সম্পাদক মহিত কুমার দেবনাথ, ইমাদুল হক, অঞ্চল প্রধান গণ ও বিভিন্ন অঞ্চল সভাপতি গণ সহ প্রায় ৩০০ জন অংশ গ্রহণ করে। এই ধিক্কার মিছিলে জমায়েত ছিল চোখে পড়বার মতো। দলীয় নির্দেশ মেনে পরবর্তী কালে আরও বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত আছে বলেও জানান।