|
---|
নিজস্ব সংবাদদাতা, নওদা : ৩০ জুলাই, নিজের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন ‘অনুভূতির কথায়’ প্রকাশনীর কর্ণধার হামিম হোসেন মণ্ডল। মুর্শিদাবাদের নওদায় ঝাউবনা গ্রামে নিজের পৈতৃক বাসভবনের বৈঠকখানায় ব্যানার টাঙ্গিয়ে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন হামিম হোসেন দম্পতি। উল্লেখ্য, গত বছর এইদিনে কবি হামিম হোসেন মণ্ডল পার্শ্ববর্তী গ্রাম ত্রিমোহিনীর বাসিন্দা মোঃ ইনামুল হকের কন্যা ফৌজিয়া সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এদিন তাঁর এই দাম্পত্য জীবনের একবছর পূর্ণ হল। আর এই উপলক্ষে ‘মামপি বুলবুল কথা’ শিরোনামে একটি দীর্ঘ কবিতা লিখে সংস্কৃতির পিঠস্থান কলকাতা থেকে শুভেচ্ছা পাঠান ‘বিশ্ব বাংলাকৃষ্টি ভাষাসাহিত্য আকাদেমি’র সভাপতি সাহিত্যিক দেবপ্রসাদ বসু। হামিমের ডাকনাম বুলবুল এবং ফৌজিয়া মামপি। এছাড়াও এই দম্পতির সুখ সমৃদ্ধি কামনা করে ভিডিও বার্তায় শুভেচ্ছা পাঠান জেলার অন্যতম সাহিত্য সংগঠক সৈয়দ শীষমহাম্মদ, গীতিকার সহিদুল ইসলাম প্রমুখ। শুভেচ্ছা জানান কথাসাহিত্যিক রাজকুমার শেখ, সম্প্রীতির লেখক সোনা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক হাবিব মণ্ডল, প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস, গল্পকার সামসুল হুদা আনার প্রমুখ।
এদিন কবি দেবপ্রসাদ বসু রচিত কাব্যগ্রন্থ ‘সাত রাঙা প্রজাপতি’র আনুষ্ঠানিক প্রকাশ করা হল এই ‘বিশ্ব বাংলাকৃষ্টি ভাষাসাহিত্য আকাদেমি’র সচিব কবি হামিম হোসেন মণ্ডল ও কবিপত্নির হাত ধরে তাদের প্রথম বিবাহ বার্ষিকীর মঞ্চে। গ্রন্থকার কাব্যগ্রন্থটি এই দম্পতিকেই উৎসর্গ করেছেন এবং সেটা বইয়ের পাতায় উল্লেখ করেছেন। কবির বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও প্রাকৃতিক ভাবনা বাহিত আবেগে আলোড়িত হয়ে লেখা। মূলত ছন্দ কবিতার সম্ভার। অন্তরঙ্গ পূর্ণ আবহ খুঁজে পাবেন পাঠক। চার ফর্মার এই বইটির প্রকাশক ও পরিবেশক হল ‘অনুভূতির কথায়’ প্রকাশনী। ‘বুলবুলের বৈঠকখানা’ ই-পেপারের ১ আগস্টের বিশেষ সংখ্যাও এদিন উদ্বোধন করা হয়।