|
---|
মতিয়ার রহমান : শীত মানেই তো উৎসব। একদিকে যখন বর্ধমান শহরে শুরু হয়েছে লিটল ম্যাগাজিন মেলা, অন্যদিকে তখন পূর্ব বর্ধমানের কান্দরা থেকে প্রকাশিত প্রতিভা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গতকাল শনিবার সকালে এই সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক বাঙালি বিশ্ব কোষের কর্ণধার আব্দুল করিম ও দাউদ হোসেন।বহুল প্রচলিত ও পরিচিত ফুটিসাঁকো কর্মডাঙ্গা শুভদৃষ্টি অনুষ্ঠান ভবনে শনিবারের শীত সকালে সাহিত্য আড্ডায় শতাধিক কবি, সাহিত্যিক, গল্পকার, গবেষক, সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পীদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজর কাড়া। জেলা ও জেলার বাইরে প্রতিবেশী জেলা থেকেও বন্ধু সুজনরা এই সাহিত্য বাসরে হাজির ছিলেন।অনুষ্ঠানে নাচ,কবিতা, গান, গল্প, সাহিত্য বিষয়ক আলোচনা করা হয়। অতিথি আব্দুল করিম বাংলা ভাষা ও বাঙালি বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি অসিকার রহমান, চিরন্তন দাস, সুখ কবি,এস এম দাউদ আলি প্রমুখ। অণুগল্প পাঠ করেন মতিয়ার রহমান। দর্শক শ্রোতাদের আট থেকে আশির উপস্থিতি ছিল অনুপ্রেরণা দায়ক। আয়োজকদের পক্ষে অন্যতম কর্ণধার জ্ঞানদাস কান্দরার সামসুল হুদা কানুর আতিথেয়তা ও ভালোবাসা সবার মনে থাকবে।
স্বাগত ভাষণে সম্পাদক মাহিরুল ইসলাম পত্রিকা নয় লিটল ম্যাগাজিন আন্দোলন করতে গিয়ে তাঁদের সুখ –দুঃখ,আনন্দ –বেদনার কথা সবার সঙ্গে শেয়ার করেন। উপস্থিত সকল কবি গল্পকার শিল্পীদের
সদ্য প্রকাশিত প্রতিভা সাহিত্য পত্রিকা, মানপত্র ও প্রতিভা স্মারক সম্মাননা পদক প্রদান করা হয়।
বাংলা বিশ্বকোষের কর্ণধার আব্দুল করিম প্রতিভা সম্পাদক মাহিরুল ইসলামকে তাঁর সাহিত্য প্রীতির পুরস্কার স্বরূপ ব্যাজ, সুলিখিত উত্তরীয়,সম্মাননা সনদ তুলে দেন।
হালকা শীতের বিকেল পর্যন্ত চলা অনুষ্ঠানটি ছিল সর্বাঙ্গীন সুন্দর।