|
---|
লুতুব আলি, ৬ এপ্রিল : বাংলার দুই প্রথিতযশা সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় ও লীলা মজুমদারের প্রয়াণ দিবস ৫ এপ্রিল। এই দুই প্রখ্যাত সাহিত্যিকের প্রয়াণ দিবস পালন করলো পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। সংগঠনটি নজর কাড়ার মতো সামগ্রী বৃক্ষ শিশু দিয়ে তাঁদের স্মরণ করল। স্থান ছিল হাওড়ার বাগনানের প্রকৃতির উন্মুক্ত পরিবেশ ও ঐতিহ্যবাহী কলকাতা র কফি হাউস। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের পুরোধা সম্পাদক চন্দ্রনাথ বসু সকলকে স্বাগত জানান। চন্দ্রনাথ বাবুর নেতৃত্বে প্রায় প্রতিদিনই কোন না কোন মনীষীদের জন্ম মৃত্যু পালন করার সঙ্গে তাঁদের সৃষ্টিশীল কাজগুলি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রধান লক্ষ্য। বিশ্ব উষ্ণায়ন মাথাচাড়া দিয়ে ওঠায় পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ তাদের সব প্রারম্ভিক অনুষ্ঠানেই হাতিয়ার হিসেবে বৃক্ষ শিশুকে বেছে নেয়। সংগঠনটি তাদের সব প্রাসঙ্গিক অনুষ্ঠানে সবুজায়নের বার্তা দেয়। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয় ছাত্র শুভম বেরা, পৌলভী মিশ্র, মৌসুমী দত্ত, কবি অনিন্দিতা পাল, শাশ্বতী পাল, মধুছন্দা পাল, স্বাগত খাড়া, পূজা নস্কর, ড: পবিত্র সাহা কে। দুই সাহিত্যিকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন আলোকপাত করেন রঞ্জনা গুহ, বিপুল কুমার ঘোষ, ইয়াসিন সেপাই প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধুমিতা ধুত।