উচ্চ মাধ্যমিকে কৃতি পরীক্ষার্থীকে সহায়তা প্রদান, খয়রাসোল থানার

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: শুক্রবার উচ্চ মাধ্যমিক ২০২২ পরীক্ষার ফলাফল ঘোষিত হয়।জেলার বুকে বহু কৃতি পরীক্ষার্থী এক থেকে দশের মধ্যে স্থান দখল করে এছাড়াও বহু বিদ্যালয় থেকে আশাব্যঞ্জক নম্বর পেয়ে এলাকায় নজীর সৃষ্টি করেছে। অনুরূপ ভাবে খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয় থেকে মেঘা মন্ডল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৬৩ নম্বর পেয়েছে,যাহা শতকরা হিসেবে ৯২ শতাংশ।যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয় পরিবার পরিজন পড়শী থেকে প্রতি বেশি সকলের কাছেই খুশির আমেজ। জানা যায় মেঘা মন্ডলের বাড়ি খয়রাসোল গ্রামে,মা কল্যানী ঘোষ মন্ডল স্থানীয় থানার সিভিক ভলিন্টিয়ার পদে কর্মরত এবং পিতা চন্দন মন্ডল নটকন দোকানদার,তাদের একমাত্র সন্তান মেঘা। পরিবার সূত্রে জানা যায় ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষায় ফলাফল খুব একটা আশাব্যঞ্জক না হওয়ায় মনের মধ্যে জিদ বাড়িয়ে তোলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল ভালো করার।মেঘার আশা অনেকটাই পূরন হয়েছে এখন ভবিষ্যতের ভাবনা।ভূগোল বিষয়ে ১০০ তে ১০০ ই তুলে নিয়েছে,তাই আগামী দিনে পিএইচডি করার বাসনা।মেঘার ফলাফল দেখে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন।অনুরূপ ভাবে মঙ্গলবার খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী কৃতি পরীক্ষার্থীকে থানা চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়,সেইসাথে কৃতি পরীক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার উৎসাহ প্রদানে এদিন আর্থিক সহায়তা বাবদ দশহাজার একটাকা তুলে দেন।এদিন উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, খয়রাসোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী, শিক্ষক প্রদীপ মন্ডল, সমাজসেবী মাধবচন্দ্র লাহা, সৌগত মুখার্জী সপ্তম গোপ, মেঘার মা কল্যানী ঘোষ মন্ডল সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকগন।