সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের একাধিক পরিষেবা প্রদান

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাষ্টের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং সুন্দরবন  উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই নতুন বছরে নতুন ভাবে পথ চলা শুরু করলো স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাষ্ট। স্বর্ণদীপের নতুন কর্মসূচি গঙ্গাসাগর রুদ্রনগর সম্পূর্ণ বিনামূল্যে অলবডি চেকআপ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান। বিনামূল্যে ব্লাড প্রেসার,ব্লাড সুগার পরীক্ষা,মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা। এই শিবিরে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

    এখানে ১৫০ জন মানুষ পরিসেবা পেয়েছেন। শ্রদ্ধেও মন্ত্রী মহাশয় নিজেই শরীর চেকাপ ও চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং সকলকে মাক্স স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। স্বর্ণদীপের এই কর্মসূচি শুনে ওনার খুব ভালো লেগেছে। এছাড়া সুন্দরবনের ব্যাঘ্র বিধবা ভাতা প্রকল্প উনার মনে দাগ কেটেছে। মন্ত্রী মহাশয় নিজেই স্বর্ণদীপের পাশে থাকবেন এমনি আশ্বাস মিলেছে। এই শিবিরে উপস্থিত থেকে সকল মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে গিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন মানুষ মানুষের জন্য।

    উনার মতো একজন সম্মানীয় গুনীজনকে পাশে পেয়ে স্বর্ণদীপ টিম ভীষণ ভাবে গর্বিত। স্বর্ণদীপ সবার সাথে সবার পাশে।
    অসহায় মানুষের পাশে সর্বত্র স্বর্ণদীপ টিম কাজ করবে। বিশেষ ভাবে ধন্যবাদ জানায় শঙ্কর ভুঁইয়া মহাশয়কে।