মেদিনীপুরে এস এফ আই এর উদ্যোগে ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান

বিশ্বজোড়া মহামারী করোনার সময়কালে, যখন সারা দেশজুড়ে শুরু হয়েছে আর্থিক মন্দা,যখন শিক্ষাক্ষেত্রে নেমে এসেছে সবথেকে বেশি সংকট,সেই সময়ে দাঁড়িয়ে যাতে কোন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কোন শিশুর পড়াশোনায় কোন ব্যাঘাত না ঘটে, তার জন্য সচেষ্ট হল ভারতের ছাত্র ফেডারেশন (এস এফ আই)। নিজেদের সামর্থ্য মতো ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো এসএফ আই এর মেদিনীপুর শহর লোকাল কমিটি। তাদের পক্ষ থেকে রবিবার ৫০ জন দুস্থ শিশু, ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী,খাতা,পেন,পেন্সিল,রাবার এবং সাবান ও মাস্ক তুলে দেওয়া হলো। সেইসঙ্গে স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেওয়া হয়। মেদিনীপুর শহরের হাতার মাঠে অবস্থিত এস এফ আই এর শহর লোকাল কমিটির অফিসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বজিৎ ঘোষ ,অভিষেক চ্যাটার্জী, অংকন মুখার্জি,জো সিনহা, প্রাক্তন ছাত্র নেতা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।