দুটি এলাকায় কুইজ কেন্দ্রের উদ্যোগে উৎসবের উপহার প্রদান

নিজস্ব সংবাদদাতা,  মেদিনীপুর: করোনা আবহ এখনও রয়েছে। তার মাঝে বন্যা কবলিত এলাকা থেকে এখনও জল সরে যায়নি। অথচ দোরগোড়ায় দুর্গাপুজো। বাঙালির সেরা উৎসব।আর এই পুজোতে অন্য সকলদের মতো প্রান্তিক গ্রামীণ এলাকার শিশুরাও যাতে নতুন পোশাক পরে পুজোর কটা দিন কাটাতে পারে,সেই উদ্দেশ্যকে সামনে রেখে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খোলাগেড়্যা এলাকার বাগালপাড়া ও শালবনী ব্লকের যুগডিহা গ্রাম এই দুটি জায়গায় অনুষ্ঠিত হলো “নতুন বস্ত্র উপহার” কর্মসূচি। এদিন সকালে সংস্থার সদস্যদের একটি দল সবং এর খোলাগেড়্যা এলাকার সবদিক থেকে পিছিয়ে থাকা গ্রাম বাগালপাড়ায় উপস্থিত হন।

    সেখানে অশিক্ষার অন্ধকার দূর করার লক্ষ্যে গত মহালায়ার দিন দুই সমাজকর্মী শিক্ষক শান্তনু অধিকারী ও ভাস্করব্রত পতির উদ্যোগে “বর্ণপরিচয়” নামে যে পাঠশালা শুরু হয়েছে,সেখানে উপস্থিত হয়ে সেই পাঠশালার সমস্ত শিশুদের পাশাপাশি গ্রামের অন্যান্য শিশু ও কিশোর-কিশোরী মিলে মোট চুয়াল্লিশ জনের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে পাঠশালার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। সংস্থার সদস্য-সদস্যাদের অপর একটি দল শালবনি ব্লকের অন্তর্গত যুগডিহা গ্রামের একটি পাড়ায় উপস্থিত হয়ে সেখানকাল অধিবাসী প্রায় চল্লিশটি শবর পরিবারের শিশু ও কিশোর-কিশোরীদের হাতে নতুন জামাকাপড় ও একটি করে মেহগনি গাছ তুলে দেন। বাগালপাড়া ও যুগডিহা উভয় জায়গাতেই ছিল মিষ্টি মুখের আয়োজন।