|
---|
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: সিভিল আর্মি – সহচরী নামক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আদর্শ গ্রাম গড়বেতা ১নং ব্লক এর ‘কয়মা ‘ গ্রামের প্রতিটি শিশু ও মা-বোনেদের বাঙালিদের প্রধান উৎসব শারদীয়ার প্রাক্কালে নতুন বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন বস্ত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন10নং গ্রাম পঞ্চায়ে প্রধান মিঠু সরেন, উপপ্রধান আশিষ মাজি, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী শ্যামল কুমার সাহা,বিশিষ্ট শিক্ষক শ্রী সুব্রত কুমার নিয়োগী, বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী অনির্বাণ পাল, দিলীপ মন্ডল, সর্বোপরি ‘ সিভিল আর্মি’ ও ‘সহচরী ‘ -র সদস্য ও সদস্যরা।