|
---|
নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট নয় দফা দাবির প্রেক্ষিতে ডেপুটেশন প্রদান করা হয় মিছিল সহযোগে শুক্রবার,আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষ থেকে ।
সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়- কেন্দ্র- রাজ্য বুঝি না কাজ করেছি তার বকেয়া মজুরি অবিলম্বে মিটিয়ে দাও,কাজ চাই- কাজ দাও।সেই সাথে আওয়াজ ওঠে দীর্ঘদিন ধরে বনের জমিতে চাষাবাদ করা জমির পাট্টা ও পরচার ব্যবস্থা করতে হবে। নচেৎ তদন্ত সাপেক্ষে আদিবাসী চাষীদের কৃষক বন্ধু প্রকল্পের মতো সরকারী অনুদান সহ সরকারি দরে ধান বিক্রির সুযোগের বন্দোবস্ত করতে হবে । আদিবাসী বস্তি এলাকায় পাকা রাস্তা ও অগভীর নলকূপের মাধ্যমে পানিয় জলের ব্যবস্থা,আদিবাসী দের ধর্মীয় স্থান গুলো পাকা করা,আদিবাসী সমাজের পঞ্চ ভদ্রদের মাসিক ভাতা ও ধর্মিয় অনুষ্ঠানে সরকারি অনুদানের ব্যবস্থা করা। আজকের ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের ব্লক নেতৃত্ব বাদল বেসরা, পুর্ন চন্দ্র মুর্মু, শান্তনু মূর্মূ ,সোমনাথ মুর্মু প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নেতৃত্ব ফারহান হোসেন খান ও রবিদাস মুর্মু।ডেপুটেশন কর্মসূচির সমর্থনে বক্তব্যের মাধ্যমে সিপিআই এমএল লিবারেশনের বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, উন্নয়নের নামে আজকে চারিদিকে আদিবাসী দের উচ্ছেদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আজ কলকাতা তে যে মিছিল হচ্ছে বা কদিন ধরে কুরমি সম্প্রদায়ের মানুষ যে অবরোধে সামিল হয়েছেন আমরা ও তাদের আন্দোলনের পাশে আছি।