স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উইকেয়ার উদ্যোগে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী প্রদান

সেখ মহ: ইমরান, এগরা: “শিক্ষাদিশারী ” প্রকল্পের অন্তর্ভূক্ত দ্বাদশ শ্রেণীর ২৫ জন ছাত্র- ছাত্রীদের হাতে পাঠ্য পুস্তক ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হলো স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উই কেয়ারের উদ্যোগে। এই সব ছাত্র-ছাত্রীদের গত বছর সংস্থার তরফে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। করোনা আবহে এগরা পৌরসভার একটি হলঘরে স্বাস্থ্যবিধি ও দূরত্ব বিধি মেনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

    এদিন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জি, সম্পাদক শ্যামাশীষ দাস,সহ সভাপতি সুভাষ নন্দ, কোষাধ্যক্ষ রাজকুমার দে ,মঞ্জু সেনাপতি,সঙ্গীতা মাইতি,সোমনাথ কলা,প্রদীপ মাইতি,প্রলয় জানা, কুমুদ ভূঞ্যা সহ অন্যান্য সদস্য-সদস্যারা। আলাপচারিতায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা পড়াশোনার ক্ষেত্রে তাদের সমস্যা ও অনুভূতির কথা ব্যক্ত করেন। সংস্থার তরফে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।