দেশের অলিম্পিক সংস্থার সভাপতি নিযুক্ত হলেন পি টি ঊষা

নিজস্ব সংবাদদাতা : কিংবদন্তি মহিলা অ্যাথলিট পি টি ঊষা অন্যান্য নজির তৈরি করলেন। তিনি প্রথম মহিলা সভাপতি হিসাবে দেশের অলিম্পিক সংস্থায় নিযুক্ত হলেন।

     

     

    এশিয়ান গেমসে একাধিকবার পদক জয় করেছিলেন পি টি ঊষা। ১৯৮৪ সালে অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন, অল্পের জন্য হাতছাড়া হয়ে গিয়েছিল তার ট্রাক এন্ড ফিল্ডে পদক জয়। এরপর অ্যাথলেটিক থেকে অবসর নেওয়ার পর তরুণ প্রতিভাদের নিয়ে তিনি কাজ করতেন।