|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- অল ওয়েস্ট বেঙ্গল আই সি টি স্কুল কো- অর্ডিনেটর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ডাকে সোমবার একযোগে রাজ্য ব্যাপী তাদের বিভিন্ন দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে রাস্তায় নামে।
রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা সংগঠনের পক্ষ থেকে ও জেলা স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
স্কুল কম্পিউটার শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিন ধরে সরকারের বঞ্চনার প্রতিবাদেই মূলত আজকের ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন বলে সংগঠনের দাবি।এদিন ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা স্কুল পরিদর্শকের নিকট প্রদান করা হয়।
মূল দাবির মধ্যে ছিল ” উপযুক্ত বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি করার “। অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির পক্ষে অর্পণ রায় শিপ্রা রায়, তরুণ দেবনাথ, সহ অন্যান্য কম্পিউটার শিক্ষক শিক্ষিকাগন।