|
---|
কেশপুর: তিনদিন ব্যাপী সার্বজনীন ঈদ উৎসব উদযাপিত হলো কেশপুরের মন্তায়। মন্তা ডিজিটাল ক্লাবের উদ্যোগে মন্তা খেলার মাঠে দিনভর বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিচিত্রানুষ্ঠানের মাধ্যমে ঈদ উৎসব পালন হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের অন্যতম কর্মকর্তা সারেফুল আলম।
তিনি আরো জানিয়েছেন, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড় বস্তা, দৌড় চামচ দৌড়, লাফ দড়ি, অংক দৌড়, অঙ্কন প্রতিযোগিতা, মিউজিকাল চেয়ার, হাস্যকৌতুক, তাৎক্ষণিক বক্তৃতা, যেমন খুশি তেমন সাজো, আবৃতি, অডিও ভিডিও বাজার সমেত কুইজ, এলাকার বিভিন্ন ছেলেমেয়েদের নিত্য ও সংগীত পরিবেশন, দুদিন ধরে বিচিত্রা অনুষ্ঠান, অর্কেস্ট্রা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের প্রতিনিধি রাজর্ষি বিশ্বাস , সমাজসেবী ভাস্কর চৌধুরী ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ চৌধুরী, শিক্ষক ও সমাজসেবী স্নেহাশীষ চৌধুরী, তারামহল নার্সিংহোমের কর্ণধার শেখ ফয়েজ মোহাম্মদ, ডিরেক্টর অফ আলিয়া রাইস মিল সাইদুল মল্লিক, আশা কর্মী নিতা নন্দী, সমাজসেবী জাহাঙ্গীর আলম, মুক্তারুল রহমান, আহমদ হোসেন, আব্দুল সাজ্জাদ, রফিউদ্দিন আহমেদ, ক্লাবের সভাপতি শেখ আবু তোরাব,কোষাধ্যক্ষ আব্দুল হাসান প্রমুখ।
এদিনের মঞ্চের সভাপতিত্ব করেন ডাঃ সেখ ফাইজ মহম্মদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল কালাম সাজ্জাদ।