ঢোলাহাটে অভিষেক ব্যানার্জির জনসভা

ঢোলাহাটে অভিষেক ব্যানার্জির জনসভা

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : ভোটের দামামা বাজার আগে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ঘর গোছাতে ব্যস্ত। তার পরে ও একের পর এক বিধায়ক সাংসদ ভারতীয় জনতা পার্টির খাতায় নাম লেখাতে ব্যস্ত । এ প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন বুথ স্তরের কর্মীরা দলের সাথে আছে । অন্য দলে যাওয়ার প্রশ্ন ওঠে না। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গলায় বারে বারে শোনা যায় আমি প্রতিটি বাড়িতে রাজ্য সরকারের উন্নয়ন পৌঁছে দিয়েছি যে সমস্ত পরিবারগুলি আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের পরিবারে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে। আমি পশ্চিমবঙ্গ বাসীর জন্য সমস্ত রকমের পরিসেবা দেবো আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য আমাদের কে ক্ষমতায় আনুন । আজ এমনই চিত্র দেখা গেল ঢোলার হাট বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে যেখানে মানুষের ঢল চোখে পড়ার মতো ইতি পূর্বে কুলতলিতে গনেশ চন্দ্র মণ্ডল ও বিশ্বনাথ দাস এর সভার পর তৃতীয় বার দঃ ২৪ পরগনার সভা করলেন অভিষেক ব্যানার্জি সহ মঞ্চে উপস্থিত ছিলেন সাংসাদ শুভাশিস চক্রবর্তী চৌধুরী মোহন জাটুয়া, দঃ ২৪ পরগনার যুব সভাপতি সওকত মোল্লা,গিয়াস উদ্দিন মোল্লা, বিশ্বনাথ দাস, যগোরঞ্জন হালদার, ,জয়দেব হালদার, সমির কুমার জানা বঙ্কিম হাজরা নমিতা সাহা, শান্তনু বাপুলী সহ জেলার সকল বিধায়ক গন অভিষেক ব্যানার্জির তার ভাষণে বলেন, দঃ ২৪ পরগনার ৩১ টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে ও পশ্চিমবঙ্গে ২৫০এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আবার ফিরছে তৃণমূল কংগ্রেস।