পুর নিয়োগ দুর্নীতি: “বিনা বাধায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা” জানালো সুপ্রিম কোর্ট

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শীর্ষ আদালতেও রাজ্যের আবেদন খারিজ। “বিনা বাধায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা” পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট।

     

    সোমবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। তিন বিচারপতির মত, পুর-দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির কাজে তারা সন্তুষ্ট। আর তার ভিত্তিতেই রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হল।