প্রতিবন্ধীদের কলকাতায় সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান, নলহাটিতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ডাকে আগামী ৩ রা ডিসেম্বর কলকাতা রানী রাসমণি রোডে সমাবেশের আয়োজন করা হয়েছে তাদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে। সেই উপলক্ষে সংগঠনের বীরভূম জেলা কমিটির উদ্দ্যোগে নলহাটিতে প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের দাবি এবং অভিযোগ যে, ২০১৬ সালের প্রতিবন্ধী অধিকার আইন লাগু করা।গত পাঁচ বছর পেরিয়ে গেলেও রাজ্য সরকার কিম্বা কেন্দ্র সরকার সদর্থক ভূমিকা পালনে অনীহা। প্রতিবন্ধীরা আবাসন যোজনায় বাড়ি পাওয়া থেকে বঞ্চিত, মানবিক ভাতা ও অনেকে পাচ্ছে না । তাছাড়া বর্তমান বাজার মূল্য অনুপাতে মানবিক ভাতা একহাজার থেকে পাঁচ হাজার টাকা করার দাবি তোলা হচ্ছে এই আন্দোলন থেকে। একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনালেন পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা সম্পাদক বদরুদ্দোজা সেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শ্রীকান্ত লেট, জয়দেব মাল, কেয়া চক্রবর্তী প্রমুখ।