প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল, এগিয়ে কলকাতা

নিউজ ডেস্ক : আজ বিকেল সাড়ে তিন টায় প্রকাশিত হলো উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ফলাফল প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ পরীক্ষার সাথে যুক্ত সকল আধিকারিক, শিক্ষক শিক্ষিকা, সকলকে ধন্যবাদ জানান। করোনা, আমফানের বাধাবিঘ্নের মধ্যেও উত্তরপত্র সংগ্রহ, দেখার কাজে সম্পূর্ণ করে ফলপ্রকাশ হল।
প্রতিটি উত্তরপত্রের সঠিকভাবে মূল্যায়ণ করা হয়েছে বলে দাবি সংসদের সভানেত্রী মহুয়া দাসের।

    পরীক্ষা অসম্পূর্ণ থাকায় এই বছর কোনো মেধা তালিকা প্রকাশ হলো নি। পাশের হার সর্বোচ্চ ৯০.১৩% । ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশী। ৩১ শে জুলাই বিদ্যালয় গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবে অভিভাবকরা। কোনো কারণে অভিভাবকরা বিদ্যালয় না যেতে পারলে ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করবে।