প্রকাশিত হলো রঘুবংশ পত্রিকা

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি থাকলেও বৈশাখ মাসে বর্ষবরণ সংখ্যা প্রকাশ করা হয়ে ওঠেনি “রঘুবংশ” পত্রিকার ৷ কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিকে জয় করে মন ভালো রাখতে সৃজনে থাকার অভ্যাসে থাকতে চান কবি-লেখকরা ৷ তাই শনিবার সকালে মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটি কার্যালয় ও আয়ুর্বেদচর্চাকেন্দ্রে পত্রিকাটির বর্ষবরণ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেন সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ৷ মেদিনীপুর ফিল্ম সোসাইটির কর্ণধার ও কবি সিদ্ধার্থ সাঁতরার হাতে পত্রিকাটি তুলে দেন কবি ও আই-সোসাইটির কর্ণধার সৌমিত্র রায় ৷ সভাকক্ষে পত্রিকাটির উপস্থাপন করে, সিদ্ধার্থবাবুর মূল্যবান শুভেচ্ছাজ্ঞাপনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক প্রকাশ হল রঘুবংশ বর্ষবরণ সংখ্যার ৷

     

    অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন দৈনিক উপত্যকা পত্রিকার সম্পাদক ও কবি তাপস মাইতি, কবি অরুণ দাস, গবেষক ড.শান্তনু পাণ্ডা, চিত্রপরিচালক ইন্দ্রদীপ সিনহা, নয়ন পত্রিকার সম্পাদক ও ছড়াকার বিদ্যুৎ পাল ৷ কবিতাপাঠ করেন কবি মৃত্যুঞ্জয় জানা, সায়নদীপ পাণ্ডা, সৌমিত্র রায় ৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি তাপস মাইতি ৷ সঞ্চালনায় ছিলেন কবি ও সমাজকর্মী রীতা বেরা ৷ অনুষ্ঠানটির সামগ্রিক আবেদন ছিল এই পৃথিবীর মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরুক, সবাই যেন ভালো থাকেন, সৃজনে থাকেন ৷