|
---|
মিজানুল কবির ,নতুন গতি, কলকাতা ঃ প্রকাশিত হল বিশ্বের সবচেয়ে ধনি ব্যাক্তির তালিকা। বিলিওনিয়ারের তালিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে অর্থ ও সম্পদশালী ব্যক্তিদের র্যাংকিং নির্ধারণী একটি বার্ষিক তালিকা, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করে থাকে।
এবারের তালিকায় শীর্ষে ই-কমারস কোম্পানি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। জেফ বেজোস এবং ফ্যামিলি গ্রুপের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৩১ কোটি বিলিয়ান ডলার। ৯৬.৫ বিলিয়ান ডলার সম্পত্তি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিল গেটস।
ব্রেকশিরে হাতায়ে, সিইও ওয়ারেন বুফেট রয়েছেন তৃতীয় নম্বরে । তার সম্পত্তির পরিমাণ ৮২.৫ বিলিয়ান ডলার।
৬২.৫ বিলিয়ান ডলার সম্পত্তি নিয়ে অষ্টম স্থান দখল করেছেন ফেসবুকের সিইও।
এবারে এক থেকে দশের তালিকায় কোনো ভারতীয় নাম জায়গা করে নিতে পারেনি। রিলায়েন্স ইন্ড্যাস্ট্রীর মালিক শ্রী মুকেশ আম্বানি ১৩ তম স্থান দখল করেছেন ।তার মোট সম্পত্তির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার।