|
---|
রোদ্দুর ইসলাম মেমারি: ২৫ মে পূর্ব বর্ধমানের মেমারিতে প্রতিষ্ঠিত পূবসাম তথা পূর্ব বর্ধমান সাংস্কৃতিক মঞ্চের সম্প্রীতি সমন্বয় অনুষ্ঠিত হল সংস্থার সভাপতি তথা মেমারির বরিষ্ঠ গল্পকার শুভাশিস মল্লিকের মেমারির মাঝেরপাড়ার বসতবাড়িতে।একান্ত ঘরোয়া অনুষ্ঠান হলেও ঐকান্তিক আপ্যায়নে এই স্বল্প উপস্থিতিতে বাংলার দুই বরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি কে সামনে রেখে দুই কবি কে নিয়ে কবিতা,গান, আলোচনা ও গল্পের মাধ্যমে তাঁদের জন্ম মাস টি কে (ইংরাজি মাস অনুসারে মে মাস) স্মরণ করা হয়। একই সঙ্গে পূবসাম এর আগামী পথ চলা নিয়েও সদস্যদের মধ্যে আলাপচারিতা হয়। পূবসাম সম্পাদক সন্দীপ রায়ের সঞ্চালনায় আঞ্জুমানোয়ারা আনসারি, কমলেশ মন্ডল, সুদীপ্ত মন্ডল, সত্য রঞ্জন বিশ্বাস, বাদল মান্ডি, সুফি রফিক উল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গের আন্তরিক উপস্থিতি ও বক্তব্য যথেষ্ট হৃদয় গ্ৰাহী হয়েছিল। অনুষ্ঠানে বিশেষ প্রাপ্তি দুই বরেণ্য কবির প্রতিকৃতি সম্বলিত একটি সুচারু স্মারক — যেটি সম্পূর্ণ রূপে কাগজের তৈরি।