|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- গতকাল ছিল মকর সংক্রান্তি, পরদিন অর্থাৎ আজ পয়লা মাঘ। রাঢ়বঙ্গের এই গ্রামকেন্দ্রিক বীরভূমে সকাল থেকে সমস্ত দেব-দেবীর পূজা করা হয়।সেই উপলক্ষে জেলার কোথাও কোথাও গ্রামে মেলা বসে। এই মেলা মাঘী মেলা হিসেবে পরিচিত, আবার কোথাও বসে ব্রহ্মদৈত্য মেলা। আজকের দিনে গ্রাম গঞ্জের বহু লৌকিক দেবদেবীকে মাটির ঘোড়া দিয়ে পূজা করার রীতি বহু পুরাতন।
শনিবার সকাল থেকে খয়রাসোল ব্লকের লোকপুর কুমোর পাড়া ও স্থানীয় বাজার এলাকায় মাটির ঘোড়া, হোলা, চিড়ে, ফল,বাতাসা সহ বিভিন্ন পূজার সম্ভার নিয়ে দোকান।এলাকার ঝোপঝাড় সহ সমস্ত দেবদেবীর থানে চলে পূজার্চনা। কেনাকাটা সহ পূজা করানোর এমন চিত্র দেখা যায় লোকপুর এলাকায়।
লোকপুর গ্রামের বাসিন্দা তথা মাটির জিনিস তৈরিকারী,ব্যবসায়ী কার্তিক পাল এক সাক্ষাৎকারে বলেন যে, আজ এক্ষেনে পূজা, প্রতি বছর মাঘ মাসের পয়লা তারিখে অনুষ্ঠিত হয়, এদিন বিশেষ করে মাটির ঘোড়া বিক্রি হয় বেশি, তাছাড়া মাটির অন্যান্য জিনিস পত্র ও বিক্রি হয়, এদিন এলাকার সমস্ত দেবদেবী পূজিত হন।