শিলিগুড়ি পুরনিগমের হল রুমে মেয়র গৌতম দেবের নেতৃত্বে এই বৈঠকে পূজা কার্নিভাল নিয়ে আলোচনা করা হয়

নিজস্ব সংবাদদাতা : আগামী ৭ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গা পূজা কার্নিভালকে সর্বাঙ্গীন সমৃদ্ধিপূর্ণ করতে জেলা শাসক, পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দদের নিয়ে শেষ পর্বের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল আজ শিলিগুড়ির পুরনিগমে।আজ শিলিগুড়ি পুরনিগমের হল রুমে মেয়র গৌতম দেবের নেতৃত্বে এই বৈঠকে পূজা কার্নিভাল নিয়ে আলোচনা করা হয়। এই কার্নিভালের প্রসতুতি এবং কিভাবে এই কার্নিভালের আয়োজন করা হবে সেটা নিয়েও মেয়র আলোচনা করেন প্রশাসনিক দপ্তরের অধিকর্তাদের সাথে। এদিন মেয়র জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে গোটা বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে পূজো কার্নিভাল। এই পূজো কার্নিভালকে জনপ্রিয় করবার দায়িত্ব আমাদের শিলিগুড়িবাসীদের উপরে। আমাদের এখন সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন করতে হবে।এদিন মেয়র গৌতম দেবের সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিক এবং এম আই সি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের অফিসারেরা। এই বৈঠকে ডেঙ্গু নিয়েও আলোচনা করা হয়।যাতে পূজো কার্নিভালের সময় কোন অসুবিধা না হয়।