|
---|
আজিজুর রহমান : গলসিতে দুর্গাপূজা কমিটিদের নিয়ে একটি সমন্বয় সভার আয়োজন করলেন গলসি ওসি দীপঙ্কর সরকার। সরকারি নির্দেশ ওই সভার আয়োজন করা হয় বলে জানতে পারা গেছে। এদিন গলসি বিধানসভার দুটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতি, বিদ্যুৎ দপ্তর ও স্থানীয় অগ্নি নিবাপক দপ্তরের প্রতিনিধিদের নিয়ে ওই সমন্বয় সভা করা হয়। যেখানে এলাকার সকল পুজো কমিটিকে আমন্ত্রণ জাননানো হয়। পুজো কমিটির সুবিধা অসুবিধা গুলি নিয়ে আলোচনা করার পাশাপাশি সরকারি বিধিনিষেধ গুলি তুলে ধরা হয় পুজো উদ্দ্যোক্তাদের কাছে। সভামঞ্চ থেকে এলাকার ৮০ টি পুজো কমিটি গুলিকে রাজ্য সরকারের অনুদানের চেক দেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষ।