বীরভূমের লাভপুর ইন্দাস গ্রামে ডাঙালি মায়ের চার দিনের পূজা বস্ত্র দানের মধ্য দিয়ে পূজা শুরু হলপ

নিশির কুমার হাজরা। লাভপুর: বীরভূমের ইন্দাস ডাঙালি মা ক্লাবের উদ্যোগে ডাঙালি মায়ের পূজা উপলক্ষে চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ কান্তি ঘোষ। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গুরু মাননীয় অনন্ত মালাকার মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী নব কুমার সরকার। মলয় ভট্টাচার্য সহ বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্বেরা।

    ওই অনুষ্ঠানে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ ও স্কুল পড়ুয়া দের কে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও পরিবেশ কে বাঁচাতে ওই অনুষ্ঠানে এগিয়ে আসেন জয় দুর্গা রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মাননীয় অশোক মন্ডল উনি অনুষ্ঠানে পরিবেশ কে বাঁচাতে-‘ গাছ লাগান, পরিবেশ বাঁচান”! এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে গাছের চারা বিতরণ করেন এলাকাবাসীদের বলে জানা গেছে।