|
---|
* রামিজ আলি আহমেদ:৫ জুন ঈদে মুক্তি পাচ্ছে ভোজপুরি ছবি ‘কুলি নম্বর ওয়ান’।না এই ছবি অমিতাভ বচ্চন ও গোবিন্দার ‘কুলি নম্বর ওয়ান’ এর রিমেক নয়।লালবাবু পন্ডিতের পরিচালনায় সম্পূর্ণ নতুন কাহিনি নিয়ে ছবি।ছবির কাহিনি লিখেছেন মনোজ কুশওয়া।ছবির কাহানি পৃথিবীর বোঝ নেওয়া এক কুলির।অনাথ আশ্রমের থেকে এখন বৃদ্ধাশ্রম বেশি।এখন সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর তার বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে রেখে চলে যায়।ছবির নায়ক এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ, বৃদ্ধাদের পাশে দাঁড়ায়-এহেন একজনকে নিয়েই ‘কুলি নম্বর ওয়ান’।ছবিতে এই কুলির ভূমিকায় রয়েছেন খেশারিলাল যাদব।বিপরীতে রয়েছেন দুই নায়িকা কাজল রখবাণী ও পূজা গাঙ্গুলী।পূজা গাঙ্গুলির এটিই প্রথম ভোজপুরি ছবি।বাঙালি অভিনেত্রী পূজা এর আগে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাংলা মেগাতে অভিনয় করেছেন।পূজা জানালেন,” এটি আমার প্রথম ভোজপুরি ছবি।এস কে মুভিজের অশোক ধানুকার মাধ্যমে যোগাযোগ হয়।ছবিটা করে দারুন লেগেছে।খুব ভালো অভিজ্ঞতা।অনেকে ভোজপুরি ছবি মানেই ভালগারিটি ছবি মনে করে।একদমই সেরকম কিছু নেই।এই প্রথম ইউ/এ সার্টিফিকেট প্রাপ্ত ছবি।পরিচালক আমাকে দারুন হেল্প করেছেন।ভোজপুরি ডায়লগ বাংলা ভাষায় লিখে দিয়েছেন।ছবিটি নিয়ে খুব আশাবাদী।এরপর ‘জাল’ বলে আরেকটা ভোজপুরি ছবি আসছে আমার।”
সঙ্গীত পরিচালনা করেছেন শ্যাম-আজাদ।গান গেয়েছেন প্যারেলাল যাদব,
আজাদ সিং এবং শ্যাম দেহাতি।
প্রযোজনা করেছেন সুরেন্দ্র প্রসাদ। ছবি:সঞ্জয় ভট্টাচার্য