|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : অভিনব পদ্ধতিতে সম্প্রীতির বার্তা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিমা দর্শনার্থী পথযাত্রীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরিস্রুত পানীয় জল, সার্জিক্যাল মাস্ক বিতরণ করে হিন্দু মুসলিম সকলের নজর কারলো। এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের লালগোলার জামাআতে ইসলামী হিন্দের ‘সম্প্রীতি স্টল’ এ।
মূলত হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় মানবীয় বন্ধন ও ঐক্যকে দৃঢ় করতে ‘সম্প্রীতি স্টল’ করেছে লালগোলা ব্লক জামাআত ইসলামী হিন্দ । এছাড়াও রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন শহরে সম্প্রীতি স্টল করেছে এই সংগঠন।
স্টল থেকে প্রতিমা দর্শনার্থী পথযাত্রীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি সার্জিক্যাল মাস্কও দেওয়া হচ্ছে। পাশাপাশি হিন্দু ভাই ও বোনদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানবীয় সম্প্রীতি মূলক লিফলেট, ইসলামী পুস্তিকা এবং পবিত্র কোরআনের বাংলা, হিন্দি ও ইংরেজি অনুবাদ। এছাড়াও অসহায় দরিদ্র মানুষদের বস্ত্র বিতরনের চিত্র লক্ষ্য করা গেছে।
উপস্থিত থাকছেন জামাআতে ইসলামীর জেলা সম্পাদক আব্দুস সামাদ, ব্লক প্রেসিডেন্ট সাকির হোসেন , মাস্টার রফিকুল ইসলাম সহ ব্লক সম্পাদক মাইনুল ইসলাম। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
‘সম্প্রীতি স্টল’ নিয়ে জামাআতের জেলা সম্পাদক আব্দুস সামাদ জানান, বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে, সমাজে বিদ্বেষ তৈরি করার প্রচেষ্টা করা হচ্ছে তার প্রতিরোধের জন্য, উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলার লক্ষ্যে জামাআতের এই উদ্যোগ।