|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ বাদামতলা খালুইবিল সার্বজনীন দুর্গোউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন, গাছমাস্টার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরুপ চৌধুরী ও অপর বৃক্ষ প্রেমী সংস্থা “সেভ ট্রী সেভ ওয়ার্ল্ড” এর সভাপতি আবু আজাদ । ফিতে কেটে প্যান্ডেল উদ্বোধন করেন পুলিশ সুপার। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের উদ্যোগে পুজো প্যান্ডেলে দুইশতটি গাছের চারা বিলি করা হয় । এছাড়া পুজো উদ্যোক্তাদের তরফে দুস্থদের শাড়ি বিলি করা হয়। এবারে পুজোর থিম সংকটে প্রকৃতি। পরিবেশ যে সত্যি সংকটে তা বোঝাতে এই উদ্যোগ বলে জানান পুজো কমিটির উদ্দোগক্তরা।