পুজো উদ্বোধনে সবুজায়নের বার্তা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের ভাতাড়ে অগ্ৰগামী সংঘের দুর্গা পূজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিল সবুজ সৈনিকেরা। দূষণ মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে অবিচল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। ক্লাবের পক্ষ থেকে প্রায় 60জন কে বস্ত্র বিতরন করা হয়। সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের তরফ থেকে প্রত্যেকের হাতে একটি বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়। মানুষকে সবুজায়নের বার্তা দিতে এই উদ্যোগ বলে জানান সংস্থার সভাপতি আবু আজাদ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম সুরজিৎ মন্ডল, ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বিডিও দেবজিৎ দত্ত, ওসি প্রসেনজিৎ দত্ত, অগ্রগামী সংঘের সভাপতি রাজা কার্ফা, সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সভাপতি আবু আজাদ এবং সবুজ সৈনিক মুকুল মুন্সি,হামিদুর রহমান, রফিকুল সাহানা।